আজ ভাইফোঁটা দেওয়ার দিন
ডেস্ক রিপোর্ট:: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’। আজ ভাইফোঁটা দেওয়ার দিন। বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের ঘরে ঘরে ভাইবোনেরা আজ মেতে উঠবেন ভাইফোঁটার উদযাপনে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে, নিজের হাতে রেঁধে খাইয়ে তার মঙ্গল কামনা করবেন বোনেরা।ভাইফোঁটা উৎসব উদ্যাপন সম্পর্কে চালু ওই লোককথাটি হল, কার্তিকে শুক্লা দ্বিতীয়া তিথির দিন যমুনা তাঁর ভাই যমরাজকে বাড়িতে ডেকেছিলেন এবং ফোঁটা দিয়ে খাবার পরিবেশন করেছিলেন। তাই এটি যম দ্বিতীয়া নামেও পরিচিত। ভাইফোঁটার দ্বিতীয়া তিথি: দ্বিতীয়াতেই এই ফোঁটা দেওয়ার রীতি বেশি৷ অনেক বাড়িতে প্রতিপদেও ভাইফোঁটা পালন করা হয়। শনিবার ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৫৪ মিনিট থেকে পড়ছে ভাইফোঁটার দ্বিতীয়া তিথি। তিথি শেষ হবে পরের দিন। অর্থাৎ আজ রোববার রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। ফোঁটা দেওয়ার শুভ সময়: এবছর ভাইফোঁটার শুভ সময় কিন্তু খুব কম। মাত্র ২ ঘণ্টা ১১ মিনিট৷ ৩ নভেম্বর অর্থাৎ দ্বিতীয়ায় দুপুর ১টা ১০ মিনিট থেকে দুপুর ৩টা ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া শুভ মুহূর্ত। এই শুভ সময়ের মধ্যে ভাইকে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দিতে হবে। মেঝেতে বসিয়ে ফোঁটা দেওয়া উচিত নয়।