আফগানিস্তান সিরিজেও শান্তই অধিনায়ক, লিটনকে ছাড়া দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই তিন ম্যাচের সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজের দলে নেই লিটন কুমার দাস। অসুস্থতার কারণে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন শান্ত। তবে আফগানিস্তান সিরিজেও তাকে অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। আর নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। সাদা পোশাকে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখাচ্ছেন তিনি। গতির ঝড় তুলে ৫ টেস্টে চাপাই পেসার নিয়েছেন ১৪ উইকেট।
গত মার্চে লংকানদের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের দলে যারা ছিলেন, তাদের মধ্য থেকে আরো বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। প্রায় এক বছর পর ডাক পেয়েছেন নাসুম আহমেদ। গত বছরের নভেম্বরে শেষ বার ওয়ানডে জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। অন্য দুজন হলেন- জাকের আলী অনিক ও নাহিদ রানা।
একনজরে বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।