তালায় মংস্য খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ক্ষতিগ্রস্ত খামারি
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় মংস্য খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ক্ষতিগ্রস্ত মংস্য খামারি। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুগীপুকুর বিলের মংস্য খামারি সাহাবুদ্দিন ছেলে রাজু আহমেদ (৩৫),ইউসুফ আলীর ছেলে টুটুল সরদার (৩৬) এবং নেদু সরদারের ছেলে মোজাফফার সরদারের (৪০) মংস্য খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগে করা হয়।ভুক্তভোগী রাজু আহমেদ বলেন, সকালে আমার পাঁচ বিঘা মংস্য খামারের সাদা মাছ ভাসতে দেখি। পরবর্তীতে আমার পাশর্বর্তী টুটুল সরদারের সাত বিঘা এবং মোজাফফর সরদার ছয় বিঘা মংস্য খামারের মাছ ভাসতে দেখা যায়। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্লাবিত খামারের মাছ ধরার জন্য এই কাজ করা হয়।স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাটি সত্য। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়টি আমার জানা নেই।