সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন পাইকগাছার নবারুন মহিলা সমিতির সভানেত্রী তৃপ্তি রানী রায়
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের গৃহবধূ ও মঠবাটী নবারুণ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা তৃপ্তি রানী রায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁর ৪৪ বছরের এক পুত্র ও ৩৪ বছরের এক প্রতিবন্ধী কন্যা রয়েছে। সংসারের দায়িত্ব পালন করে তিনি নারীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে কাজ করে চলেছেন। নবারুণ মহিলা সমিতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও সফল বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।তাঁর উদ্যোগে দর্জি বিজ্ঞান, মাদুর বুনন, মৎস্য চাষ, কাঁকড়া চাষ, হর্টিকালচার, হাস-মুরগি পালন, সমাজ সচেতনতা কর্মসূচি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, গরিব মেয়েদের বিবাহে সহায়তা, এবং প্রতিবন্ধী নারীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়া, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তিতে সহায়তা করার মাধ্যমে তিনি গ্রামের নারীদের আর্থিক স্বাবলম্বী করতে অবদান রেখেছেন।