দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
মিরপুরে প্রথম টেস্টে বাজে পারফমেন্সের দুঃস্মৃতি ভুলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে জয়ের ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। উপমহাদেশের কন্ডিশনে গত দশ বছর টেস্ট জিততে না পারার লজ্জা এবং অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের সফরে এসেছিলো প্রোটিয়ারা।
কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সাথে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর উপমহাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা। এই জয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখে তারা।
এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫ মোকাবেলায় ১৩টিতে জয় ও ২টি ম্যাচ ড্র করেছে প্রোটিয়ারা।
প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার। ২০১৪ সালে সর্বশেষ শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলো প্রোটিয়ারা। দীর্ঘদিন ধরে উপমহাদেশের মাটিতে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, লুঙ্গি এনগিডি, কেশভ মহারাজ, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুসামি, ড্যান পিটারসন, ড্যান পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন।