সিআইডির নতুন রহস্যে হতভম্ব দর্শক, অভিজিৎ-দায়ার বন্ধুত্ব শেষ?
বিনোদন ডেস্ক:
‘কাটাপ্পা কেন বাহুবলীকে মারল?’- এই প্রশ্নের উত্তর টানা দুবছর ধরে তাড়া করে বেরিয়েছে ভক্তদের। বাহুবলী ২-তে এই প্রশ্নের জবাব মিলেছিল। তেমনই উত্তেজনা নিয়ে হাজির সিআইডি-র ধামাকা প্রোমো!
সনি চ্যানেলে ৬ বছর পর আইকনিক টেলিভিশন সিরিজ সিআইডি ফিরছে। শনিবার রাতে ইনস্টাগ্রামে নতুন সিজনের প্রথম ঝলক দেখেই মাথায় বাজ ভেঙে পড়ল ভক্তদের হতভম্ব দর্শকেরা। সেখানে দেখা গেল একেবারেই ব্যতিক্রমী ঘটনা! কারণ, এতদিন শত্রুদমনে সিআইডি টিমের দুই অফিসার অভিজিৎ ও দায়া যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সেখানে এবার সহকর্মীর অস্ত্রের মুখে দাঁড়াতে দেখা গেল দায়াকে।
ভিডিওর শুরুতে দেখা গেল, সিআইডি অফিসার অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) এবং দয়া (দয়ানন্দ শেঠি) বৃষ্টিভেজা পাহাড়ে পরস্পরের মুখোমুখি। নেপথ্যের ভয়েসওভারে ভেসে এল, ‘যারা দেশের জন্য একসঙ্গে লড়াই করেছিল তারা কেন এখন পরস্পরের শত্রু হয়ে গেল?’
মাথা থেকে রক্ত ঝরছে দয়ার। তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে অভিজিৎ, চোখে তার প্রতিশোধের আগুন। এসিপি প্রদ্যুম্নকে (শিবাজি সাতম) দূর থেকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তোমরা থামো’। কিন্তু বুক চিতিয়ে দয়া বলে, ‘অভিজিৎ গুলি চালা’। এরপর দেখা যায়, পিস্তল থেকে দু-রাউন্ড গুলি ফায়ার করে অভিজিৎ, এবং বুকে গুলি লাগার পর পাহাড়ের উপর থেকে সোজা খাতে পড়ে যায় দয়া! ছুটে আসেন এসিপি প্রদ্যুন্ম। যারা দেশের জন্য প্রাণ দিতেও রাজি, তাদের গল্প এখনও অনেকটা বাকি, জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
কেন অভিজিৎ গুলি করল দয়াকে? এই প্রশ্নে শোরগোল ভার্চুয়াল মাধ্যম। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল জানতে চাইনি, তবে অভিজিৎ কেন দয়াকে গুলি করল? জানতে চাই। সিআইডি ২.০ দেখার উত্তেজনা আরও বাড়িয়ে দিল এই প্রোমো।
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বেশিদিন ধরে চলা শো সিআইডি। ১৯৯৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত টানা ২০ বছর টেলিভিশনে প্রচারিত হয়েছিল। একটা সময় বলা হত, সনিতে সিআইডি চলে না, সিআইডি-র উপর ভর করে সনি চ্যানেল চলে। সিরিজ বন্ধের পর থেকেই কামব্যাকের অপেক্ষায় দিন গুনছিল ভক্তরা, ছয় বছরের অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। কবে থেকে শুরু হবে সিআইডি-র নতুন সিজন, তা ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।