সাতক্ষীরা পৌরসভার প্রানসায়র খালের পাশের ব্যবসায়ীদের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা পৌরসভার অর্ন্তগত প্রানসায়র খালের পূর্ব পাশের ব্যবসায়ীবৃন্দ জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় প্রানসায়র খালের পূর্ব পাশে অবস্থিত মালিকানাধীন এবং সাতক্ষীরা পৌরসভা থেকে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনাকারী চার শতাধিক ব্যবসায়ীবৃন্দ জরুরী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভার সভাপতিত্ব সাতক্ষীরা জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর দত্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ,স, ম আবদুর রব। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুজ্জামান তুহিন, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আসাদ আহমেদ অঞ্জু, প্রানসায়র খালের পূর্ব পাশে অবস্থিত দোকান মালিক যথাক্রমে, নিত্যনন্দ আমিন, অসিম কুমার দাস সোনা, শেখ অলিউর রহমান, এস এম সেলিম, সামছুদ্দীন গজনবী বাবলু। সভায় বক্তারা বলেন, বর্তমান সাতক্ষীরা জেলা প্রশাসক খুব ভালো মানুষ। তিনি অত্যন্ত দক্ষতার সাথে সাতক্ষীরা জেলাকে পরিচালিত করছেন। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে প্রাণসায়র খাল মাফ জরিপ করা হচ্ছে। অতিত অভিজ্ঞতায় প্রশাসনের বারবার এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেন। এসময় বক্তারা ব্যবসায়ীদের দিক বিবেচনা করে এবং তাদের পরিবার, কর্মচারী এবং বিভিন্ন ব্যাংক ও এনজিওর লোন, লক্ষ লক্ষ টাকা বাকিসহ বর্তমান ব্যবসায়িক মন্দার কথা তুলে ধরেন। অপরদিকে দোকানগুলোর ক্ষতি সাধন থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের অপূরণীয় ক্ষতি হবে। আত্মহত্যা ছাড়া বিকল্প পথ থাকবে না। সাতক্ষীরার মানুষের অপরিণীয় ক্ষতি থেকে রক্ষা করতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ সেলিম হোসেন।