সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মিরাজের বিদায়, অল আউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
মিরপুর টেস্টের চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে দিনের শুরুতেই গুটিয়ে গেছে টাইগাররা। অনবদ্য এক সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন মিরাজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ রান করেছে। প্রথম ইনিংসে ৩০৮ রান করা দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান।
সাত উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে বাংলাদেশ। আগেরদিন প্রতিরোধ গড়লেও আজ শুরুতেই ফেরেন নাঈম হাসান। কাগিসো রাবাদার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৬ রান করেন তিনি। যা ছিল ইনিংসে রাবাদার পঞ্চম শিকার।
তাইজুলও ৭ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরান উইয়ান মাল্ডার। অবশ্য এর আগে বাউন্ডারি হাঁকিয়ে দলের রান ৩০০ ছাড়ানোর পাশাপাশি লিড ১০০ ছাড়ান তিনি।
ইনিংসজুড়ে দারুণ খেলা মিরাজ ছিলেন সেঞ্চুরির পথে। তবে মাইলফলক থেকে ৩ রান দূরে থাকতে রাবাদার ষষ্ঠ শিকারে পরিণত হন তিনি। চতুর্থ দিন মাত্র ২৪ রান যোগ করতেই বাকি থাকা ৩ উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটার মিরাজ ৯৭ রান করেছেন। অন্যদের মাঝে জাকের আলী ৫৮, মাহমুদুল হাসান জয় ৪০ ও মুশফিকুর রহিম ৩৩ রান করেন। প্রোটিয়াদের হয়ে রাবাদা ছয়টি, কেশভ মহারাজ তিনটি ও মাল্ডার একটি উইকেট নেন।