কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
হাফিজুর রহমান :” আগামী প্রজন্মকে সক্ষম করি ,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি “এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালন উপলক্ষে সারা দেশের ন্যায় মহড়া , শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টার সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বর মাঠে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন কমান্ডার খায়রুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয় ।মহাড়ায় দুর্যোগকালীন সময়ে আহত ,নিহত ,অগ্নি সংযোগের ঘটনা ছাড়াও নানান দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম সহ নানান কসরত প্রদর্শনী করা হয়। মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার পাল, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন ,ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম ,এনজিও প্রতিনিধি বিপ্লব তরফদার সিপিডির পারভেজ প্রমূখ।