দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে—– জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

হাফিজুর রহমানঃগত ৫ আগস্ট সরকার পতনে কোটা বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন কোন দলের আজ্ঞাবহ পালন করার জন্য জনগণের টাকায় বেতন নিয়ে এখানে আসেনি ।এখানে এসেছি দেশ ও জনগণের ন্যায় সঙ্গত, সামাজিক নিরাপত্তা, বৈষম্য মুক্ত সেবা দেওয়ার জন্য ।বৈষম্য ,শোষণ ,দুর্নীতি মুক্ত সমাজ দেশ গড়তে সম্মিলিতভাবে সবাইকে কাজ করে সাতক্ষীরা তথা কালিগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে হবে ।মাদক সমাজের একটি বড় ব্যাধি ।এ থেকে থেকে মুক্তি পেতে আমি জেলা প্রশাসক হিসেবে নয় একজন অভিভাবক হিসেবে এ রকম সমস্ত অভিভাবকদের দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের লালন পালন করতে হবে । দীর্ঘ ৫৩ বছর আগে আমাদের স্বাধীনতার মুক্তি মিললেও বৈষম্য দুর্নীতি থেকে মুক্তি মেলেনি । উপজেলার ভূমি সেবায় কোন প্রকার ঘুষ দুর্নীতি অনিয়মে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে ।ভালো কাজের স্বীকৃতি পাবে আর খারাপ কাজের তিরস্কার শাস্তি দেওয়া হবে ।প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে সমাজ বদলে যাবে। দেশ উল্টে গেছে এটা সোজা করতে হবে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যায়কে বয়কট করতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দু জনেই সমান অপরাধী। শিক্ষা খাতে উন্নতি করতে কোন প্রকার কোচিং বাণিজ্য করতে দেওয়া হবে না ।যেখানে কোচিং বাণিজ্য যেখানেই অভিযান চলবে ।অভিভাবকদের জিম্মি করে ছাত্র ছাত্রীদের ব্যবসায়ী পণ্য বানানো চলবে না । উপজেলার সমস্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কোন কর্মকর্তা কর্মচারী ঘুষ দুর্নীতি স্বজন প্রীতি বৈষম্যর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে । ঘুষ দুর্নীতি মুক্ত চাকরি করতে না পারলে স্বেচ্ছায় বাড়ি চলে যান ।কিন্তু আমার নিকট করা অভিযোগের সত্যতা পেলে তার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিজেরা কোথাও কোন ঘুষ দিবেন না । দুই টাকার রশিদ কেটে ১০ হাজার টাকা ঘুষ দেওয়ার , নেওয়ার প্রমাণ পেলে উভয়কে শাস্তির আওতায় আনা হবে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন ছাত্র সমন্বয়কদের নিজেদের স্বার্থে ব্যবহার করবেন না। আইন হাতে তুলে নিয়ে কোন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন লাঞ্ছিত করবেন না ।রেজিস্ট্রি অফিসের সমিতির নামে লুটপাট আজ থেকে বন্ধ ।এরপরে সমিতির নামে কোন চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উপজেলায় প্রতিটি সরকারি পুকুর এবং খাল জলাশয় উন্মুক্ত থাকবে উপজেলার কোন হাটবাজারে অবৈধ স্থাপনা সেগুলো অপসারণের নির্দেশ মানুষ যাহাতে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পায় এবং হাসপাতালে রোগীরা বরাদ্দকৃত খাবার সঠিকভাবে পায় সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি দিতে বলেন জনগণের টাকায় প্রকল্পে কোন অনিয়ম লুটপাট করতে দেওয়া হবে না এ ব্যাপারে তদারকি টিম তৈরি করে দুর্নীতি বন্ধ করতে হবে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে পানির ট্যাংকের জন্য টাকা নেওয়ার কোন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।উপজেলাকে মাদক এবং বাল্যবিবাহ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে জন প্রতিনিধিদের নিয়ে কাজ করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে সহায়তার নির্দেশ দেন ।তাই আসুন ন্যায় কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে বয়কট করার প্রত্যয় নিয়ে সংখ্যালঘু সংখ্যা গুরু না বলে সবাই বাংলাদেশী হিসেবে বাংলাদেশকে এগিয়ে যাই ।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২১ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে কালিগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী ,রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন ।উক্ত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি )অমিত কুমার বিশ্বাস ,উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শঙ্কর কুমার পাল ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দিন ,উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন ,কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রহমান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবির প্রমূখ। ঐ সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন সমস্যা দাবি নিয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল কালিগঞ্জ শাখার সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু ,জামায়াতে ইসলামের কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও রোকেয়া মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক রকিবুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন ,সুশীলন এনজিও প্রতিনিধি আখতারুজ্জামান পল্টু , শিমু রেজা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম ,সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপালগাইন, বীর মুক্তিযোদ্ধা ও মধুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক মিলন ঘোষ প্রমূখ। উপস্থিত বক্তারা এলাকার সুপেয় পানি সরকারি খাস খান উন্মুক্ত এবং মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারের দাবি জানান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)