সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই—–ড. আসিফ নজরুল
স্পোর্টস ডেস্ক:‘হোম অব ক্রিকেটে’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে সাকিব আল হাসানের নাম ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাঝুঁকির কারণে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির পরামর্শে তিনি দেশে আসেননি। যদিও টাইগার অলরাউন্ডার দেশে ফেরার জন্য তৎপরতা চালিয়েছিলেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ফোনও দিয়েছিলেন।
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। তার ভাষ্য, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।ড. আসিফ নজরুল বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই।…হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারতো। শুধু তো রাজনীতি না, এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত।কোটা সংস্কার আন্দোলনের সেই উত্তাল সময়ে বহু মানুষ হয়েছিল হতাহত। সাকিবের নীরব ভূমিকা তখন হয়েছিল সমালোচিত। বিদেশে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সময় তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সেখানকার একটি ছবি ফেসবুকে দেন। বিষয়টি নিয়ে দেশের অনেক মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।আইন উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, ‘আমি না বিশ্বাস করতে পারি না। যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, ঘরে ঘরে কষ্ট, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে এনজয়িং মাই লাইফ ইন…কোন জায়গায় জানি। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?’সাকিবের প্রতি মানুষের এই ক্ষোভ নিয়ে তার মন্তব্য, ‘যে সমস্ত জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ…আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছিল, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে, কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’