দরগাহপুরে জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ৩
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে জমাজমির গোলযোগের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।লিখিত এজাহার সূত্রে জানাগেছে, দরগাহপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের শিবপদ সরকারের ছেলে ভগিরথ সরকারের সাথে একই গ্রামের রনজিত সরকারের ছেলে রামকৃষ্ণ দিং এর সাথে জমাজমি নিয়ে গোলযোগ চলছিল। রামকৃষ্ণ, সূর্য্যকান্ত সরকারের ছেলে নিখিল, মঙ্গল সরকারের ছেলে উত্তম ও বিজন সরকারের ছেলে বিক্রম সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে এজাহারে বলা হয়েছে, প্রতিপক্ষ বাদী পক্ষকে জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। গত ১৪ অক্টোবর বাদীর ছোট ভাইয়ের শিশু কন্যা নিহা সরকার (৫) রাস্তায় গেলে তারা মারধর করতে তাড়া দিলে শিশু ভয়ে বাড়ির মধ্যে চলে যায়। প্রতিপক্ষ দা, রড, লাঠি নিয়ে বাড়ির মধ্যে অনাধিকার প্রবেশ করে গালিগালাজ করলে ছোট ভাই মৌখিক প্রতিবাদ করলে তাকে মারপিট ও শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তার স্ত্রী শিলা সরকার ঠেকাতে গেলে তাকেও মারধর করে হাড়ভাঙ্গা জখম, শ্লীলতাহানি, গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা এবং গলা ও কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়। শিশুটিকেও মারপিট করে আহত করা হয়। গুরুতর আহত বাদীর ছোট ভাই ও ভাই বউকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।