বিআরটিসি গাড়িতে নিয়মিত ফেন্সিডিল পরিবহনের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক :কয়েক বছর আগেও ছিল রিক্সা চালক। দরিদ্রতা ছিল যার মাথার ছাতা। ভাগ্য পরিবর্তনের আশায় যোগ দিল পরিবহন শ্রমিক হিসেবে। কিন্তু তাতেও কোন সুফল আসছিল না। হঠাৎ আলাদীনের চেরাগ হিসেবে পেয়ে গেল বড় ভাইয়ের মাদক ব্যবসা ও পরিবহনের দায়িত্ব। আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরিবহন সেক্টরে যুক্ত থাকায় দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহ করে এখন কোটিপতি বনে গেছে। মাদক ব্যবসা নির্বিঘ্নে পরিচালনার জন্য বাগিয়ে নেয় সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়কের পদটি। বলছিলাম কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবারের সদস্য আফসার আলী সাহাজীর মেজো ছেলে ফরেজ আলী সবুজের কথা।সূত্র মতে, ফরজ আলি সবুজ আওয়ামী সরকারের আমলে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের পদ নিয়ে প্রশাসনের কিছু অসাধু সদস্যদের সাথে সখ্যতা গড়ে দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহ করে কোটিপতি বনে গেছে। তাছাড়া আওয়ামী পদবী (শ্রমিকলীগ) ব্যবহার করে ও পুলিশের ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষদের নিকট থেকে চাঁদাবাজি ও দখল বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠে এই সবুজ। সে এলাকায় নিজেকে বিআরটিসি এর পরিচালক হিসেবে পরিচয় দেয়।সূত্র আরও জানায়, শ্যামনগর (মুন্সিগঞ্জ) হতে খুলনায় যাতায়াতরত বিআরটিসি এর ছয়টি গাড়ি তার নেতৃত্বে পরিচালিত হয়। ফরেজ আলী সবুজ এই বিআরটিসি গাড়িতেই খুলনা-বরিশাল সহ খুলনার আশপাশের সব এলাকাতে ফেন্সিডিল বহন ও সরবরাহ করে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিদের সহায়তায় সে নির্বিঘ্নে এই মাদক ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছে। তাছাড়া বিআরটিসি সরকারি গাড়ি হওয়ার প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া তার জন্য সোনায় সোহাগার ন্যায়।নাম প্রকাশ না করার শর্তে একজন পরিবহন শ্রমিক বলেন,ফরজ আলী সবুজ দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল আমদানি করে বিআরটিসি গাড়ির মাধ্যমে খুলনায় সরবরাহ করে। সাতক্ষীরা জেলার দুই জায়গা থেকে বিআরটিসি গাড়িতে তার ফেন্সিডিল ওঠে। কোনকোন দিন সাতক্ষীরা আশু মার্কেট হতে থলি ব্যাগে ফেন্সিডিল গাড়িতে দেয়া হয়। আর অধিকাংশ সময় শ্যামনগর হতে বিশেষ কায়দায় বিআরটিসি গাড়ির বডিতে ফেন্সিডিল পরিবহন করা হয়। আর এই মালগুলা খুলনা জিরো পয়েন্টসহ খুলনার আশপাশে তার নির্ধারিত লোকদের কাছে সরবরাহ করা হয়।কখনো প্রশাসনের কাছে আটক হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে এই ব্যক্তি বলেন,”ফরজ আলীর মাদক ব্যবসায়ের ব্যাপারে প্রশাসনের ও বিআরটিসি এর অনেকেই জানেন। এরপরেও কিছুদিন আগে একবার ফেন্সিডিল সহ বিআরটিসি গাড়ি আটক হয়েছিল। ফরজ আলী সবুজ আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসারদের সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে দুইদিন পর সেই গাড়ি ছাড়িয়ে নিয়ে আসে।”এদিকে বিআরটিসি এর লিসম্যান সুলাইমান হোসেন বলেন ,সরকারি গাড়িতে অবৈধ কোনকিছু বহন করার সুযোগ নেই, তবে এধরনের অভিযোগ প্রমাণিত হলে ম্যানেজার সাহেবের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব।পরিচয় গোপন রাখার শর্তে আরো একজন জানান, ফরেজ আলী সবুজ ধলবাড়িয়া ইউনিয়নের ভারতীয় বর্ডার সংলগ্ন রাস্তা হতে গভীর রাতে প্রশাসনের কিছু অসাধু সদস্যদের উপস্থিতিতে একটি প্রাইভেট কারে ফেন্সিডিল লোড করছিল। যেটি আমরা দেখতে পাই। তখন ফরজ আমাদের গুলি করার ভয় দেখিয়ে ও গালি দিয়ে চলে আসার হুমকি দেয়। আমরা ভয়ে উক্ত স্থান ত্যাগ করি। তাছাড়া তার অফিসে প্রায়ই সময় ফেন্সিডিল সেবন করা হয়।”এলাকা ঘুরে দেখা যায়, ফরেজ আলী সবুজ রতনপুর বাজার সংলগ্ন বিআরটিসি অফিস নামে একটি অফিস পরিচালনা করে । যেটি মূলত মাদক সেবন,মাদক ব্যবসা পরিচালনা, সেটেলমেন্ট ইত্যাদি অবৈধ কাজের জন্য ব্যবহৃত হয় মর্মে অভিযোগ আছে।নাম প্রকাশ না করার সর্তে একাধিক ব্যক্তি জানান,”রতনপুর-কালীগঞ্জ রোডে কোন ধরনের বাস চলাচল করেনা। এখানে বিআরটিসি অফিস থাকার কোন যৌক্তিকতা নাই। এটি মূলত তাদের অবৈধ মাদক ব্যবসা পরিচালনার একটি আস্তানা মাত্র। এখানে বসে এলাকার খুচরা মাদক ব্যবসা পরিচালনা সহ এলাকার মানুষদের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের সেটেলমেন্ট করা হয়। কেউ তাদের প্রতিবাদ করলে তাকে মেরে বা বিভিন্নভাবে প্রতিহত করে এরা। কিছুদিন আগে শেখ হাসিনা পলায়নের পরেও ফরেজ আলী সবুজ ও তার বাহিনী প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার চেষ্টা করে ও একজন ব্যবসায়ীকে মেরে পা ফাটিয়ে ফেলে। যার আইনি কোন প্রতিকার হয়নি। নতুন সরকারের প্রশাসন যেন এদের প্রতিহত করেন এটাই একমাত্র আমাদের কামনা।”এবিষয়ে খুলনা বিআরটিসি ডিপো ম্যানেজার মেহেদী হাসান বলেন, বিআরটিসি গাড়ি আমরা লিজ দেয়না,গাড়ি গুলা আমাদের স্টাফদের নামে চলে। বিআরটিসি গাড়িতে ফেন্সিডিল বা অবৈধ কিছু বহন করলে আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব।
অন্যদিকে এসকল বিষয় অস্বীকার করে ফরজ আলী সবুজ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, রতনপুরের বিআরটিসির নামে অফিস নেয়া আছে ঠিকই কিন্তু আমার অফিসে কোন প্রকার মাদক সেবন করা হয়না।