শারদীয় দুর্গোৎসব নিবিঘে করতে সাতক্ষীরায় বিএনপির যৌথ সভা
ডেস্ক রিপোর্ট:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব নিবিঘেœ করতে সাতক্ষীরায় যৌথ সভা অনুিষ্ঠত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুল ইসলাম হাবিব, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধ, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন,পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম কুমার দাস। সভায় বক্তারা তাদের ধর্মীয় দুর্গোৎসব যাতে নির্বিঘেœ সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই বিষয়ে সকলকে সহযোগিতা করার আহŸান করেন। এবছর জেলাতে ৫৭৮ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালন করবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন প্রত্যেক পূজা মন্ডপে ১৫ জন স্বেচ্ছাসেবক প্রদান করার জন্য আহŸান করেন। পূজা মন্ডপে যেন কোন প্রকার সহিংসতা ছিনতাই ইভটিজিং না হয়। এ বিষয়ে জেলা পুলিশকে কঠোর অবস্থানে থাকার জন্য বলেন।