তালার তেঁতুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শনে ইউএনও
জহর হাসান সাগর :সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পানিবন্দি ৩ হাজার পরিবার” শিরোনামে বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদ প্রকাশের পর উক্ত ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বৈঠকও করেন বলে জানা গেছে। রবিবার( ২৯ শে সেপ্টেম্বর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বৈঠক শেষে টানা বৃষ্টিপাত ও পাশ্ববর্তি এলাকার পানি তালার তেঁতুলিয়া ইউনিয়নে বিস্তীর্ণ প্লাবিত গ্রাম গুলো পরিদর্শন করেন। পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর কুমার দাশ,এস এম আলাউদ্দীন,এম এম আমিনুল ইসলাম,মোহাম্মদ আলী মোড়ল,মো: মতিয়ার রহমান,মো: মনিরুল ইসলাম,মো: কামরুজ্জামান,মো: দেলোয়ার হোসেন,মো: মশিয়ার রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোছা: রেশমা বেগম,মোছা: রেবেকা বেগম,ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অমিত কুমার চন্দ্র প্রমুখ।এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বলেন, তেঁতুলিয়া প্লাবিত এলাকায় পানি এখন স্থির অবস্থায় আছে । কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করছে। যেহেতু এ অঞ্চলে পানি নিষ্কাশন হয় পার্শ্ববর্তি জেলার ভদ্র নদী দিয়ে। তাই পানি নিষ্কাশনের জন্য দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহন করতে হবে। বৃষ্টিপাত না হলে দুই সপ্তাহের মধ্য পানিতে নিমজ্জিত এলাকা জেগে উঠবে বলে আশা রাখছি। আর স্থায়ী সমাধান বের করতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।বৈঠকে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হলো সাধারণ জনগণের আস্থার জায়গা। তাই ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর উপজেলা গড়তে কাজ করতে হবে।