সাতক্ষীরার টিটিসি ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
আব্দুর রহমান: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা টিটিসির সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন ইউসুফ আল আজাদী। বক্তব্য রাখেন ডা. রতন দাশ, মো. মফিজুর রহমান, কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, কে এম মিজানুর রহমান ১০ম গ্রেডে যোগদান করে দীর্ঘ ৪ বছর ধরে অধ্যক্ষের পদ দখল করে রেখেছেন এবং টিটিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার বিরুদ্ধে ভুয়া টেন্ডার, ঘুষ গ্রহণ, নিয়োগে বাণিজ্য, এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। তার সহযোগী হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম, সাবেক জব প্রেসমেন্ট অফিসার। বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।