বকচারায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে লুটপাটের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ও বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সেনা ক্যাম্প অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে স্থানীয় আশরাফ আলী (৪০), খান জাহান আলী (৪৭), মো. নাজমুল (৩৫), সাদ্দাম হোসেন (৩৭) সহ কয়েকজন ব্যক্তি দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বকচারা গ্রামের মৃত সোহরাব আলী সরদারের ছেলে হুমায়ুন কবিরের কাঁচামালের আড়তে হামলা চালায় এবং হুমায়ূন কবিরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন জখমের উদ্দেশ্যে আক্রমণ করতে উদ্যত হন। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পালিয়ে যান। এসময় তার আড়তে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি ওজনের মিটার, ১০টি ক্যারেটসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। এরপর হামলাকারীরা তার বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। অভিযুক্ত খান জাহান আলী হুমায়ুনের ঘরের তালা ভেঙে নগদ ২ লক্ষ টাকা ও জমির কাগজপত্র চুরি করেন। এছাড়া ধান ঝাড়ার মেশিন, সেলাই মেশিন ও ফ্যানসহ আরও প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মধ্যে মো. হবিবর রহমান, আমের আলী ও মোহর আলীসহ স্থানীয় অনেকেই হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন। এ বিষয়ে আইনগত সহায়তার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে সাতক্ষীরা সেনা ক্যাম্প অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করেছেন মো. হুমায়ূন কবির। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।