‘আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশিদের প্রমাণ মিলেছে’
অনলেইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দিভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন জানিয়ে তাজুল ইসলাম বলেন, যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চিফ প্রসিকিউটর আরো বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আরো তদন্ত হবে।
Please follow and like us: