আল হিকমাহ একাডেমির উদ্যেগে সিরাত মাহফিল ও অভিভাবক সমাবেশ
নিজম্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান আল হিকমাহ একাডেমির উদ্যেগে সিরাত মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো.মশিউর রহমান বাবু।এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত ইমানদার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।অতিথিরা আরও বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকগণ সন্কানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে। এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন।