ডুমুরিয়ায় ভারী বর্ষণে মজিবরের ঘের তলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি:ডুমুরিয়া টানা বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণে তালা সীমান্তের জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামার নামক মজিবর রহমান খানের দুই’শত বিঘা মৎস্য খামার প্লাবিত হয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অত্র এলাকার হাজার হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, এবার এ-ই বৈরি আবহাওয়া বৃষ্টির কারণে আনুমানিক ২ কোটি টাকা লস হবে এবং ব্যাপক মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ঘের ক্ষতিগ্রস্ত জেয়ালা তালতলা খৈল ও বাহির মৎস্য খামার ওই ব্যবসায়ী হয়েও আমি বর্তমান হতাশায় জীবন যাপন করছি। ভুক্তভোগী আরো জানান, আমি বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড শাহাপুর শাখা থেকে ৪০ লক্ষ টাকা লোন নিয়ে ঘেরটি পরিচালনা করে আসছিল। আমি কি ভাবে এই লোন পরিশোধ করব। ভেবে কোন কুল-কিনারা পাচ্ছি না। এ ব্যাপারে মজিবর রহমান খানের সাথে যোগাযোগ করে জানা যায়, সরকারের উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আথিক সহযোগিতা কামনা করছে। তিনি এই প্রতিবেদককে জানান, বাংলাদেশ সরকার যদি আমাদের মতন ঘের ব্যবসায়ীদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা ভিটেবাড়ী হারা হয়ে যাব।