আসন্ন দুর্গাপূজায় তিনদিন সরকারি ছুটির দাবি
ডেস্ক রিপোর্ট:আসন্ন দুর্গাপূজায় তিনদিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে পূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এসময় ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়। এছাড়া সংগঠনের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, প্রধান সমন্বয়কারী ডক্টর সোনালী দাস, নির্বাহী সভাপতি সুধাংশ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল, তপন কুমার হাওলাদার, জগন্নাথ হাওলাদার, সুনীল মালাকার সঞ্জয় কুমার রায় ও যুগ্ম মহাসচিব শিপন কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চার দফা দাবিগুলো হলো-
১। দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা করতে হবে।
২। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন পর্যন্ত সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
৩। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা।
৪। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে দুর্গাপূজায় সেনা বাহিনীর মোতায়েন করা।
দাবি আদায় না হলে কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আমরা চাই অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে ১ নম্বর দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট বক্তব্য। তা নাহলে দাবি আদায়ের স্বপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করবে।