বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচার নিয়ে নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক:
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বুধবার এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।
প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে স্বাক্ষর করেছেন।
প্রসঙ্গত, দেশে সরকারি নির্দেশে এতদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুর ২টার খবর প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা ২টার খবর দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সুবিধাজনক সময়ে প্রচার করতো।
Please follow and like us: