সাতক্ষীরায় অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা ও বিশ্বকর্মা পূজা

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। মনসাতলা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়। মনসা পূজা উপলক্ষে পলাশপোল মনসাতলা মোড়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পরশা ও মিষ্টি মিটাই সাজিয়ে বসেছেন। মনসা পূজায় পূজা অর্চনা করেন, পুরোহিত তাপস চক্রবর্তী।সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর গুড় পুকুর মেলার কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের।এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত তাপস চক্রবর্তী জানান, অসা¤প্রদায়িক চেতনায় শেষ ভাদ্রে সংক্রান্তিতে দেবীশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। মা মনসাকে শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের ¯্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসেন। শত শত বছর ধরে এখানে এই মা মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)