মোবাইল ফোনের সঙ্গে ব্রেন ক্যানসারের সম্পর্ক নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
স্বাস্থ্য ডেস্ক:
মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল গবেষক। তাঁরা বলছেন, তারবিহীন মোবাইল ফোনের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেলেও এটির সঙ্গে ব্রেন ক্যানসারের কোনো সম্পর্ক নেই।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, বহু মানুষ এক দশকেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও তাঁদের মধ্যে মস্তিস্কের ক্যানসারের প্রবণতা দেখা যায়নি।
নতুন এই গবেষণায় পুরনো ৬৩টি গবেষণা পর্যালোচনা করা হয়। ওই গবেষণাগুলো ১৯৯৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গবেষণাগুলো করেছেন ১০ দেশের ১১জন গবেষক।
পুরনো গবেষণাগুলো পর্যালোচনার পাশাপাশি মোবাইল ফোন, টিভি, বেবি মনিটর এবং রাডারের রেডিও তরঙ্গের প্রভাব নিয়েও গবেষণা করেছেন এই গবেষকেরা।
গবেষণা দলের অন্যতম সদস্য ও নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার মহামারিবিদ্যা বিষয়ক অধ্যাপক মার্ক এলউড বলেন, ‘মোবাইল ফোন নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, এটি নাকি ক্যানসারের ঝুঁকি বাড়ায়। কিন্তু আমাদের গবেষণায় ক্যানসারের ঝুঁকি বাড়ানোর মতো কিছু খুঁজে পাওয়া যায়নি।’
শিশু ও প্রাপ্ত বয়স্কদের ব্রেন ক্যানসার, পিটুইটারি গ্রন্থি ও লাল গ্রন্থির ক্যানসার এবং লিউকেমিয়া নিয়েও তাঁরা গবেষণা করেছেন বলে জানান অধ্যাপক মার্ক এলউড। তিনি বলেন, ‘ক্যানসারের ঝুঁকি বাড়ার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার, বেস স্টেশন, ট্রান্সমিটার এবং অন্যান্য বিষয়গুলোর সংশ্লিষ্টতার রয়েছে কি না, তা নিয়েও আমরা গবেষণা করেছি।’
এর আগেও মোবাইল ফোনের সঙ্গে ব্রেন ক্যানসারের সংশ্লিষ্টতা নিয়ে গবেষণা হয়েছে এবং কোনো গবেষণাতেই ব্রেন ক্যানসারের সঙ্গে মোবাইল ফোনের সম্পর্ক পাওয়া যায়নি।