ইউক্রেনকে ৪৪ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে সুইডেন
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য ১৭তম সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সুইডেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেছেন সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন।
জনসন বলেছেন, এই প্যাকেজের আর্থিক মূল্য প্রায় ৪শ’ ৬০ কোটি সুইডিশ ক্রাউন (৪৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার)।
এবারের সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে পদাতিক বাহিনীর বাহনের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ। এসব বাহন আবার আগে সুইডেনের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। এছাড়া ভবিষ্যতে গ্রিপেন যুদ্ধবিমান হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তহবিল গঠনে বরাদ্দ থাকবে এই প্যাকেজে। অবশ্য গ্রিপেন হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
এ বিষয়ে জনসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা পরবর্তী সময়ে ইউক্রেনকে গ্রিপেন হস্তান্তরের সামর্থ্য নিশ্চিত করতে সচেষ্ট আছি।’
সূত্র: রয়টার্স
Please follow and like us: