বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকিকে পাত্তা দিচ্ছে না বিসিবি
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতকেও টেস্টে হারানোর স্বপ্ন দেখছে দল। এই মাসেই ভারতের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজ নিয়ে বেশ আগ থেকেই শঙ্কা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ভেন্যুতে হামলার হুমকি দিয়ে রেখেছে ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
১৯ সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে।
দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ যেন না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ–ভারতের এ দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা।
এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ। সেই হুমকিতে বিসিসিআই খুব একটা কান না দেওয়ার কারণেই হয়তো কানপুর টেস্ট নিয়ে নতুন করে হুমকি দিয়েছে দলটি।
হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন শোনা যাচ্ছে ভেন্যু পরিবর্তন করা হতে পারে। কানপুর থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে ইন্দোরে।
আজ এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে। জবাবে এ ব্যাপারে বাড়তি কোনো চিন্তা নেই বলেই জানিয়েছেন তিনি, ‘না, এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’