ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ ভারতের
আন্তর্জাতিক ডেস্ক:
মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়র পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
এর আগে এপ্রিলে ওড়িশা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে ১০০০ থেকে ২০০০ কিলোমিটার দূরে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারত।
অগ্নি-৪ এর সফল পরীক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারেরও বেশি।
Please follow and like us: