পূজার খরচ বাচিয়ে বন্যা কবলিত মানুষের সাহার্যার্থে ত্রাণ তহবিলে নগদ অর্থ দিলো সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পূজার খরচ বাচিয়ে বন্যা কবলিত মানুষের সাহার্যার্থে ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের ত্রান তহবিলে নগদ টাকা জমা দেওয়া হয়। গত ২৬ শে আগস্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরার সকল মন্দির কমিটি সম্মিলিতভাবে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে পালন করেছে এবং সারাদেশে ১২ টি জেলায় বন্যা কবলিত হওয়ায় জন্মাষ্টমী উৎসব শুধুমাত্র মন্দিরে পূজা অর্চনা করে খরচ বাচিয়ে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক এর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার শীল, অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন অসীম কুমার দাস সোনা, বলাই দে, শংকর কুমার রায়, দিলীপ কুমার চ্যাটার্জী প্রমুখ ব্যাক্তিবর্গ।