নড়াইলের নতুন পুলিশ সুপার কাজী এহসানুল কবির
উজ্জ্বল রায়:নড়াইলসহ দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৮ জেলার পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ,দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীরকে নড়াইল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জাবেদুর রহমানকেক ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. কুতুব উদ্দিনকে নওগাঁ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
(পিবিআই) পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসানকে দিনাজপুর, পুলিশ সদর দফতরে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে সুনামগঞ্জ, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফেনী, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসাকে বগুড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিমকে চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপার নিউমারির পদে পদোন্নতিপ্রাপ্ত এম. কে এইচ জাহাঙ্গীর হোসেনকে মৌলভীবাজার।অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আব্দুল জলিলকে ফরিদপুর, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আবদুল ওয়াহাবকে জয়পুরহাট, সিরাজগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ শরীফুল হককে ভোলা, কক্সবাজার ১৪ এপিবিএনের পুলিশ সুপার খাগড়াছড়ি, হাইওয়ে পুলিশের মো. ইব্রাহিম খলিলকে বরগুনা, হাইওয়ে পুলিশের মুহাম্মদ রহমত উল্লাহকে কক্সবাজার, রংপুর পিটিসি’র পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে রাজবাড়ী, ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খাঁন মুহাম্মদ
ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খাঁন মুহাম্মদ আবু নাসেরকে পিরোজপুর, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা, নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারির পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত টি. এম মোশাররফ হোসেনকে খুলনা।
কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মিজানুর রহমানকে কুষ্টিয়া, ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন-২ এর পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে শেরপুর, খুলনা এপিবিএন-৩ এর পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে মাদারীপুর, পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে চুয়াডাঙ্গা, নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জ্বল কুমার রায়কে ঝালকাঠী ও ঢাকা এপিবিএন-১ এর পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে লালমনিরহাটকে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।