কলারোয়ায় গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিনে আনন্দ মিছিল 

কামরুল হাসান: শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪ বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে।  মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর। জননন্দিত জননেতা হাবিবসহ সকলের জামিনের খবরে কলারোয়ার সর্বত্র বইতে থাকে আনন্দের জোয়ার। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সরব পদচারণা কলারোয়া মিছিলের শহরে পরিনত হয়। আনন্দ মিছিল শেষে সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা কাল্পনিক মামলায় স্বৈরাচারী সরকারের ফরমায়েসী রায়ের ধিক্কার জানানো হয়। সেই সাথে কারাবন্দি থাকাকালীন  বিনা চিকিৎসায় ৪নেতার করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের আগমনে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সার্বিক কার্যক্রম আরো বেশি গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,  উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, শওকত হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রওশন আলী, ডাক্তার আ.মজিদ, নুরুল ইসলাম, মো.রফিক, এম এ রব শাহিন, মীর রফিক, সাইফুল ইসলাম বাবু, আ. জলিল, কাজী সিরাজ, আবু জাফর, শেখ ফরহাদ হোসেন তপু, বিএম পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা মোশাররফ হোসেন, মুসা কারীম, প্রভাষক আ.সালাম দিলু, দোয়েল, মোজাফফর হোসেন, সরোয়াজ খান, আলমগীর, ছাত্রদল নেতা শাহাজালাল সাজু, চঞ্চল, হাবিব, রিপন, কুদ্দুস, আলী হাসান প্রমুখ। এদিকে, সন্ধ্যায় ছাত্রদলের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল কলারোয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)