খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ কে অপসারণ ও অযোগ্য ঘোষনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার তালায় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ কে অপসারণ ও উক্তপদে অযোগ্য ঘোষনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ১ টার দিকে তালা ডাকবাংলোর সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। এসময় খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদের বিরুদ্ধে জমজমাট সেটেলমেন্ট এর কার্য্যক্রম পরিচালনা করে রেকর্ড সংশোধনের নামে কোটি কোটি টাকা আতœসাৎ করে অসহায় মানুষদের সর্বশান্ত গৃহহারা করার অভিযোগ করেন বক্তারা।মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিক ভায়ড়া গ্রামের কালাম শেখ, মাছিয়াত শেখ, সুমজদি গ্রামের রিয়াজউদ্দিন সরদার ও আগলঝাড়া গ্রামের রফিকুল হাওলাদার বলেন,তালায় প্রিন্ট পর্চা বিতরণের পর জরিপের ৫৩৩ ধারাকে পুজি করে ক্ষমতার অপব্যবহার,দূর্নীতি,অনিয়ম সেচ্ছাচারিতায় মাধ্যমে ব্যক্তিগত লাভবান হওয়ার উদ্দেশ্যে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ ও তার পেশকার বাবু নাথ এবং তাদের সহযোগী মহুরি নামধারী দেওয়ানী পাড়া গ্রামের আকবর আলী মাহমুদ,নলতা গ্রামের সাইদুর রহমান সরদার, মুহান্দি প্রগতি হাইস্কুল সংলগ্ন বাসা আজিজুর রহমান আজিজ নামধারী দালালরা। উক্ত দালালরা বর্তমান তালা উপজেলা ১৪ টি মৌজা গেজেট এ পাঠানোর আগে গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত ব্যক্তিরা মাঠজরিপ থেকে শুরু করে ৩১ ধারা পর্যন্ত রেকর্ড পায়নি নিঃশর্^তবান দখলবিহীন ব্যক্তিগণ জালজালিয়াতির মাধ্যমে তঞ্চকী দলিল ও ভূয়া মিউটেশান সৃষ্টি করিয়া উক্ত অফিসারের সাথে চুক্তির মাধ্যমে প্রকৃত জমির মালিকদের প্রিন্ট পর্চা থেকে কর্তন করা হচ্ছে। এবং উক্ত দালালদের সহিত জোনাল সেটেলমেন্ট অফিসারের যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিটি মামলায় প্রকৃতি জমির মালিকদের ক্ষতিগ্রস্ত করছেন তিনি।মানববন্ধনে বক্তরা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজীব আহমেদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাৎক্ষণিক তার দাপ্তরিক ক্ষমতা স্থগিত করে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমানে উক্ত পদ থেকে তাকে অপসরণ সহ অযোগ্য ঘোষনার দাবি জানিয়েছেন।এবিষয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার রাজীব আহমেদ জানান, তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। একটি সুবিধাবাদি চক্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে তাকে অপসারনে উঠে পড়ে লেগেছে।