ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ ঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপেক্সে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মিডিয়ার উপর হামলা হলে জাতির চতুর্থ স্থম্ভ ভেঙ্গে পড়বে।
দুর্বৃত্তরা বার বার গণমাধ্যমকে টার্গেট করছে। বিগত সরকারের সময়ে যেখানে কোনো গণমাধ্যম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাহসের সাথে লিখতে পারেনি, সেখানে কালের কণ্ঠ সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি ও অপকর্মের তথ্য তুলে ধরে জাতির সামনে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার তুলে ধরতে সক্ষম হয়েছে। কিন্তু এখন সেই কালেরকণ্ঠ আক্রান্ত, বাংলাদেশ প্রতিদিন আক্রান্ত, বাংলানিউজসহ ৭ টি মিডিয়া আক্রান্ত। যে কেনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েন্ট মিডিয়া গ্রæপে হামলা করে দূর্বত্তরা। তারা কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ, নিউজ টুয়েন্টিফোর, ডেইলি সান, টি স্পোর্টর্সে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সংবাদকর্মীদের মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ চলছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাতক্ষীরার দৈনিক কালের চিত্র ও দৈনিক পত্রদূত পত্রিকায় দৃর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করে আগামীতে এধরণের ঘটনার পূবরাবৃত্তি হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পারল করবে বলেও হুশিয়ার করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, ও মাছ রাঙা টিভি ও আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, কালেরকণ্ঠের মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসান রাজীব, এনটিভির এসএম জিন্নাহ, গেøাবাল টিভির রাহাত রাজা, তাজমিনুর রহমান টুটুলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।#

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)