তালায় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পর্যবেক্ষণ
তালা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার অন্যতম বৃহৎ পাটকেলঘাটা মোকামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর বাজার পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২১আগস্ট) সকাল ১২ টার দিকে মোকাম পরিদর্শন করেন সাতক্ষীরার কৃষি বিপণন কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অমি ,মাহাবুব,রাজিন,মাহফুজ এবং উসমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কৃষি বিপণন কার্যালয়ের উপ-পরিদর্শক পারভেজ শরিফ,অফিস সহকারী মো:আলমগীর প্রমুখ।
সাতক্ষীরা কৃষি বিপণন কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল্লাহ বলেন,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা এই মনিটরিং পরিচালনা করছি। যেন ক্রেতা-বিক্রেতা উভয় ন্যায় মূল্যে ক্রয়-বিক্রয় করতে পারে। তিনি আরও বলেন,কাঁচা তরকারি ক্ষেত্রে ৭ থেকে ৮ টাকা লাভে এবং ১ থেকে ২ টাকা লাভে আলু,পেঁয়াজ,রসুন বিক্রয় করতে হবে। কেউ যেন অতিরিক্ত মুনাফা না করতে পারে সেই সাথে কৃষক এবং ক্রেতার মধ্যে সমন্বয়ের লক্ষ্য অর্জনে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Please follow and like us: