এইচএসসি শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের খুলনারোড মোড়ে শহীদ আসিফ চত্তরে এইসএসসি ২০২৪ ব্যাচের পরিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আশরাফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় এসে থামে।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ তামিম হোসেন, ফারিয়া আক্তার সরকারি কলেজ, আশরাফুল প্রমূখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা।এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। চলতি পরীক্ষা স্থগিত করে পরীক্ষা বাতিল করতে হবে এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফলাফল দিতে হবে। কোন বোর্ডে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত পরীক্ষা চলতে পারে না । মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি জমা দেয় পরীক্ষার্থীরা।