দেবহাটায় ভূমিহীনদের ওপর হামলা ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালিতে ভূমিহীনদের ওপর হামলা, গুলিবর্ষণ ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন জনতা। শনিবার দুপুরে অনুষ্ঠিত উক্ত মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে খলিশাখালি এলাকার শত শত ভূমিহীন নারী-পুরুষ অংশগ্রহন করেন। এতে নেতৃত্ব দেন, খলিশাখালী ভুমিহীন পল্লীর মমতাজ বেগম, সাইফুল ইসলাম, গোলাপ ঢালী, রিয়াজ আহমেদ, কামরুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ ভূমিহীন নেতা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের ১০ই সেপ্টেম্বর থেকে সাপমারাখালের দুইপাশ থেকে উচ্ছেদ হওয়া প্রায় আট শতাধিক পরিবার খলিশাখলির ১৩১৮ বিঘা লাওয়ারিশ সম্পত্তিতে বসবাস করে আসছেন। স¤প্রতি কালীগঞ্জ উপজেলার নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও আনারুল ইসলামের নেতৃত্বে একটি কুচক্রী মহল ভূমিহীনদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ করেন। এতে ৫জন ভূমিহীন আহত হন। ওই চক্রটি আবারও ভূমিহীনদের ওপর হামলা করে উচ্ছেদের পরিকল্পনা করছে। বক্তারা এসময় অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।