সাবেক ডিজি জিয়াউল আহসান গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক ডিজি জিয়াউল আহসান।শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পান মেজর জেনারেল জিয়াউল আহসান। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে এনটিএমসি’র মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে সেসময় আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারংবার নাম এসেছে জিয়ার। এছাড়াও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।