পাটকেলঘাটায় ৪ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ৪ দফা দাবীতে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় পাটকেলঘাটার হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ থেকে ৪ দফা দাবীতে এ মিছিলটি বের করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পাটকেলঘাটার পাঁচরাস্তার মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। মিছিলটিতে শত শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বক্তব্যে শিক্ষার্থীরা ৪ দফা দাবি জানিয়ে বলেন, ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিষ্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রæত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২. সংখ্যালঘুদের ওপর আ’লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি, ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশ গ্রহণকরীদের দ্রæত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। ৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামল, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রæত সময়ে অপসারণ ও তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। ৪. প্রশাসন ও বিচার বিবাগের যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রæততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে তারা আরো বলেন, এ থানার একমাত্র বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের সড়কগুলো দীর্ঘদিন যাবৎ খানা-খন্দকে পরিনত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে আছে। অবহেলিত এ সড়কগুলোতে বিগত কয়েক বছরে তেমন কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলের উপযোগী করতে ওয়াকার, মুকেশ, অমি, মাহবুব সহ অনেক শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সংষ্কার করছেন। শিক্ষার্থীদের এ কাজে খুশি সড়কে চলাচলরত জনসাধারণ।