বন্দরে পিতা-পুত্রকে হত্যার চেষ্টা না পেয়ে বাড়ি-দোকানে হামলা
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে আব্দুল কাইয়ূম নামে নিরীহ এক ব্যবসায়ীর বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট তান্ডব চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে উচ্ছশৃঙ্খল সন্ত্রাসীরা। ৯ আগষ্ট রাতে থানার পূর্ব কল্যান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে উক্ত হামলা চালায় বলে ভুক্তভোগীরা জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব কল্যান্দী গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে রিফাতের সঙ্গে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে মুন্নার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ৯ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ৯টায় উচ্ছশৃঙ্খল মুন্না,ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আকাশ,রাজা মিয়ার ছেলে রাব্বী,দীন ইসলামের ছেলে কালুর নেতৃত্বে ৫০/৬০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রিফাতের পিতা আব্দুল কাইয়ূমের বসত ঘর ও মুদী দোকানে হানা দেয়। এ সময় কাউকে না পেয়ে হামলাকারীরা কাইয়ূমের দোকানের শার্টার ভেঙ্গে অর্ধলক্ষাধিক টাকার মালামাল ও বসত ঘরের দরজা কপাট ভেঙ্গে আরো ক্ষয়ক্ষতি করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা আব্দুল কাইয়ূম ও তার ছেলে রিফাতকে দেখামাত্রই হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। একই সাথে তাদের হুমকি চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। তারা ভয়াল সন্ত্রাসী ছোবল থেকে বাঁচতে বাংলাদেশ সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হস্তক্ষেপ কামনা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।