তালায় সেনাবাহিনীর টহলে কাটছে আতঙ্ক
জহর হাসান সাগর: তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন থেকে তালায় উপজেলার হিন্দু সম্প্রদায় সহ সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু সেনাবাহিনীর মেজর কামরুল ইসলামের নির্দেশে চৌকস বাহীনির কড়া নজরদারি ও টহলের ফলে ধীরে ধীরে তা শান্ত হতে শুরু করে তালা।গত মঙ্গলবার (৬ আগষ্ট) থেকে আতঙ্কমুক্ত ও শান্ত করতে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানসহ সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় তালা প্রেসক্লাব,জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সরব উপস্থিতি ও মাইক প্রচার লক্ষ্য করা গেছে। এ ছাড়া উপজেলা শহরে নিরাপত্তার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন দেওয়ালে অংকন,পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।তথ্য মতে,শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর তালা উপজেলা বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ লুটপাট, ডাকাতি, চাঁদাবাজি শুরু হয়। সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি ঘটে। সে সুযোগে তালার বিভিন্ন বাসা বাড়িতে আগুন,ব্যাবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট ডাকাতি চাঁদাবাজি শুরু হয়েছিল।এসময় তালায় সেনাবাহিনীর মেজর কামরুল ইসলামের নেতৃত্বে কড়া নজরদারি ও টহলের ফলে ধীরে ধীরে তা শান্ত হতে শুরু করে। এ বিষয়ে তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।