দরগাহপুরে বাড়ির প্রাচীর ভেঙ্গে জবর দখল নিয় ঘর নির্মানের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে বাড়ির প্রাচীর ভেঙ্গে জবর দখলকৃত ভিটেবাড়িতে ঘর নির্মান কাজ শুরুর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, খরিয়াটি গ্রামের মোজাহার গাজীর ছেলে সৈয়দ আলী গাজী পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘ পাকিস্তান আমল থেকে বসবাসকৃত ভিটেবাড়িতে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছেন। তাদের বাড়ির পাকা প্রাচীর দিয়ে সীমানা নির্ধারণ করা। গত মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে সন্ত্রাসী স্টাইলে বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলান হয়। বৃহস্পতিবার তারা পুনরায় বাড়ির মধ্যে থাকা আম, কাঠাল ও আমড়া গাছ কেটে সাবাড় করে ফেলে। বাড়ির মালিক পক্ষ জানান, রহমান গাজী, ফরিদ গাজী, লুৎফর গাজীসহ তাদের সহযোগিরা প্রচীর ভাংচুর ও গাছ কাটার সময় আমরা এগিয়ে গেলে খুন জখমের হুমকী দেয়া হয়। আমরা প্রাণ ভয়ে কিছুই করতে পারিনি। গাছ কেটে ফেলানোর পর আমাদের ঘরের উত্তর পাশে তারা বাঁশের খুটি পুতে টিন দিয়ে ছাউনি দিয়ে ঘর বেধে জবর দখল নিচ্ছে। এখনো কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রাণ ভয়ে থানাকে জানানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। জবর দখলকারী ও তাদের সহযোগিরা প্রভাবশালী হওয়ায় প্রতিরোধ করার সাহস পাচ্ছিনা। এব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।