ফের বাড়ছে রেমিট্যান্স, তিনদিনেই এলো সাড়ে ১০ কোটি ডলার
ডেস্ক নিউজ:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশের কারণে সারাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর নেতিবাচক প্রভাব পড়েছিল রেমিট্যান্সের ওপর। তবে টানা ৫ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে আসায় স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্স প্রবাহ। আগের ৬ দিনে বৈধপথে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এলেও শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিনে এসেছে ১০ কোটি ৪০ লাখ ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, রোববার পর্যন্ত গত তিনদিনে বৈধপথে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ১০৪ মিলিয়ন ডলার। এ নিয়ে চলতি মাসের সর্বমোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর গত তিনদিনে রেমিট্যান্স স্বাভাবিক ধারায় ফিরে আসছে- যা আগামী সপ্তাহে আরো বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার কারণে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ইন্টারনেট শাটডাউন এবং কারফিউ ও সাধারণ ছুটির কারণে প্রায় এক সপ্তাহ স্থবির ছিল দেশের আর্থিক খাত। গত ১৯ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চলে মাত্র একদিন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার। অথচ চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ২০ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ দিনে সম্মিলিতভাবে রেমিট্যান্স এসেছে তার থেকেও কম।