নকিয়ার নাম বদলে হয়ে গেল ‘HMD’
প্রযুক্তি ডেস্ক:
একসময় ফিচার ফোনের বাজারে রাজত্ব করতো ফিনল্যান্ডের প্রযুক্তি সংস্থা নকিয়া। এরপর স্মার্টফোনের যুগে অনেকটা হতাশ হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এর ফলে নকিয়ার মালিকানা বেশ কয়েকবার হাতবদল হয়েছে। এখনকার মালিক এইচএমডি গ্লোবাল।
এতদিন নকিয়া নামের এই হ্যান্ডসেট বাজারে আসত। কিন্তু শিগগিরই পাকাপাকিভাবে নকিয়া নাম বদলে ‘HMD’ নামে ফোন বাজারে আসবে। যদিও এরই মধ্যে এইচএমডি নামে দুইটি ফোন বাজারে ছেড়েছে।
এইচএমডি গ্লোবালের প্রথম ফোনের নাম এইচএমডি ক্রেস্ট। দ্বিতীয় মডেলের নাম এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি । তিনটি রঙে লঞ্চ করেছে এইচএমডি’র এই দুই ফোন।
এইচএমডির এই দুই ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ৬এনএম ইউনিসত টি৭৬০ ৫জি চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এইচএমডি ক্রেস্ট ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট।
এছাড়াও এইচএমডি সংস্থার এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর রয়েছে ফোনে সামান্য সমস্যা হলে তা সারানোর জন্য সেলফ-রিপেয়ার ফিচার। এইচএমডি ক্রেস্ট ফোনে এআই ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে।
অন্যদিকে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে।
এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট।