দেবহাটায় ১৩ জন অসহায় রোগী পেলেন সরকারি অর্থ সহায়তা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় মরণব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসড ও জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১৩ জন অসহায়-দুঃস্থ রোগীকে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে এসব অসহায় ও দুঃস্থ রোগীদের হাতে ৫০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তার চেক তুলে দেয়া হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ প্রমুখ। সমাজসেবা অফিসার অধির কুমার গাইনের সঞ্চালনায় এসময় কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।