আশাশুনিতে দেশীয় অস্ত্রনিয়ে হামলা আহত ৩
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ৫ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা (নং সিআর ২২৬/২৪ আশাঃ) রুজু করা হয়েছে। প্রতিপক্ষ হাসপাতালে ভর্তি থাকা আহত বাদী পক্ষকে আসামী করে মিথ্যা অভিযোগ এনে আদালতে পৃথক মামলা রুজু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের আঃ হান্নানের স্ত্রী আফরোজ্ খাতুন বাদী হয়ে বিজ্ঞ আশাশুনি আমলী ৮ নয় আদালত, সাতক্ষীরায় দায়েরকৃত মামলা (সিআর ২২৬/২৪ আশাঃ) সূত্রে জানাগেছে, গত ২০ জুন আসামী একই গ্রামের জব্বার সরদারের ছেলে বাবু সরদার, মহাজনপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে জসিম, বুধহাটা গ্রামেন ইউসুফ খাঁর ছেলে আজমল হোসেন, মৃত মোছেল খাঁর ছেলে ইউসুফ খাঁ, গুনাকরকাটি গ্রামের মৃত আঃ রহমান সরদারের ছেলে আঃ জব্বার বেআইনী ভাবে দা, শাবল, লোহার রড ইত্যাদি অস্ত্রপাতি নিয়ে বাদীর বসত বাড়ির সামনে অনাধিকার প্রবেশ করে বাদী, স্বাক্ষী আঃ হান্নান ও আঃ গফফারকে অশ্লিল ভাষায় গালিহালাজ করতে থাকে। প্রতিবাদ করলে আঃ হান্নানকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় বাড়ি মারতে গেলে হাত দিয়ে ঠেকাতে গেলে আঙ্গুলের হাড় ভেঙ্গে জখম হয়। এরপর হান্নানসহ বাদী ও স্বাক্ষী আঃ গফফারকে অস্ত্রশস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম, কালশিরাযুক্ত কাটা জখম, আঙ্গুল ভেঙ্গেনযাওয়ার ঘটনা ঘটে। আক্রমনকারীরা বাদীকে অসত উদ্দেশ্যে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। তারা ১টি স্বর্নের চেইন, ২টি কানের দুল ছিনিয়ে নেয়। যার মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। আক্রমনকারী বাদী ও স্বাক্ষীদের খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। আহত বাদী ও ২ ও ৩ নং স্বাক্ষীকে গুরুতর জখমী অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে স্বাক্ষীদ্বয়কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বাদী পক্ষ বলেন, তারা হাসপাতালে ২০ জুন ঘটনার দিন ভর্তি হন এবং হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে (২৫ জুন) ঘটনার তারিখ দেখিয়ে আমাদেরকে আসামী করে মিথ্যা ঘটনা সাজিয়ে একই আদালতে মামলা (নং ২৩৯/২৪ আশাঃ) দায়ের করেছে। তারা মিথ্যা মামলার হয়রানীর হাত থেকে রক্ষা পেতে বিজ্ঞ আদালতের কাছে জোর আকুতি জানিয়েছেন। সাথে সাথে দুর্দান্ত, কুচক্রী পরসম্পদলোভী, দাঙ্গাবাজ, জবরদখলকারী ও আইন অমান্যকারী প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আবেদন জ্ঞাপন করেছেন।