স্ত্রীকে নকল দিতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে যুবক, অতঃপর…
ডেস্ক নিউজ:
রাজশাহীতে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে আব্দুল বাতেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বাতের চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলছিল। এ সময় ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছিল। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার পথরোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে হাতেনাতে আটক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।