আশাশুনিতে বৃষ্টির পানি সংগ্রহ পরিচালন ও রক্ষাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে বৃষ্টির পানি সংগ্রহ পরিচালন ও রক্ষনাবেক্ষণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সভা কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।ইউএইড এর আর্থিক সহায়তায় এবং এবিটি এসোসুয়েট এর সার্বিক সহযোগিতায় ফিট দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশান এ্যাকটিবিটিস প্রকল্পের অধীন আয়োজিত অনুষ্ঠানে বৃষ্টির পানি ব্যবহারকারী পরিবারের সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তানভির হাসান ও মাহমুদ সুজনের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন, আইডিই এর মার্কেট ডেভলপমেন্ট অফিসার শাহিনুর রহমান, এনায়েত কবির, মিকাইল আরশাদ ও রোকসানা পারভিন। অনুষ্ঠানে দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের ৫০ জন প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে আহম্মদ আলী বাচা, সাজেদুল ইসলাম, মোজাফফর হোসেন, সাবেক মেম্বার আঃ খালেক, রিক্তা খাতুন, লিটন সরদার, মোবারক গাজী, শফিয়ার রহমান, রুহুল কুদ্দুছ মতামত ব্যক্ত করেন।