শিশু নিখোঁজের খবর গুজব: পুলিশ হেডকোয়ার্টার্স
ডেস্ক নিউজ:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিশু নিখোঁজ সংক্রান্ত তথ্যগুলো গুজব বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, শিশু নিখোঁজ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশু নিখোঁজের অস্বাভাবিক তথ্য নেই: ডিএমপি শিশু নিখোঁজের অস্বাভাবিক তথ্য নেই: ডিএমপি
সম্প্রতি ফেসবুকে করা কয়েকটি পোস্টে দাবি করা হয়, ঢাকাসহ চট্টগ্রামে অস্বাভাবিকভাবে শিশু নিখোঁজের ঘটনা ঘটছে। এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়, ‘৪৮ ঘণ্টায় ঢাকাসহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। আপনারা শিশুদের সাবধানে রাখুন।’
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন জানান, রাজধানীতে শিশু নিখোঁজের কোনো অস্বাভাবিক তথ্য নেই। সে সময় তিনিও দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরগুলো ভিত্তিহীন ও অসত্য।
যারা হারিয়ে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হচ্ছে, পরে তাদের অনেককেই খুঁজে পাওয়া গেছে বলেও দাবি করেন ডিএমপির এ কর্মকর্তা। তিনি জানান, কিন্তু সেটি আর প্রচার হচ্ছে না।
প্রতিমাসে স্বাভাবিকভাবেই কিছু নিখোঁজের খবর পাওয়া যায় বলেও জানান তিনি।
খ. মহিদ উদ্দিন বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে, অস্বাভাবিক কোনো পরিসংখ্যান আমাদের চোখে পড়েনি। ইনজেনারেলি আমাদের এ ধরনের কিছু রিপোর্ট থাকে, প্রতি মাসেই। সোশ্যাল মিডিয়াতে যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার কথা বলা হয়ে থাকে সেটি হয়ত সঠিক নয়।’