বুধহাটায় দারুল উলুম কওমী মাদ্রাসা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। শনিবার (৬ জুলাই) বিকালে মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মাহফুজা সুলতানা রুবি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম হোসেন তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন। এসময় কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক (বড় হুজুর) মাওঃ সালিমউদ্দীন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি তমেজউদ্দীন গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, মাদ্রাসার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, কওমী মাদ্রাসা জামে মসজিদের সভাপতি রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ছফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কওমী মাদ্রাসায় অধ্যায়নরত কোমলমতি শিশুদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসায় লেখা পড়া করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছে। আগে কোন সরকারই মাদরাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। মাদরাসা শিক্ষার আরো উন্নয়ন এবং যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। পরিদর্শন শেষে কওমী মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদ মাদ্রাসার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।