খাজরার ফটিকখালীতে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নদীতে নেটপাটা ও বাঁধ দিয়ে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বেলা ১ টায় ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ব্যবসায়ী বাবুরাম মন্ডল, সাবেক চেয়ারম্যান মরহুম মোবারক আলী গাজীর পুত্র রবিউল ইসলাম। সভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা নির্বাচনে আসার উদ্দেশ্য, ইউনিয়নের বর্তমান ভয়াবহ হালচিত্র তুলে ধরেন এবং নির্বাচিত হতে পারলে অবহেলিত খাজরা ইউনিয়নের ও ইউনিয়নবাসীর কল্যাণে তার কর্ম পরিকল্পনার অংশ বিশেষ তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় অন্যদের মধ্যে সাজ্জাদুল হক টিটুল, মিজানুর রহমান মন্টু, সুরধনি সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এবিএম মোস্তাকিম এলাকার সর্বস্তরের মানুষের দাবীর মুখে এবং এলাকার কৃষক ও জনসাধারণের কল্যানে চেউটিয়া নদীর ফটিকখালী এলাকার নদীতে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা নষ্টকারী নেটপাটা ও বাঁধ অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। এলাকার মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে নেটপাটা ও বাঁধ অপসারনে অংশ গ্রহন করে।