সেবা নীতি আসা রোগীদের সঙ্গে প্রতারণা ও অর্থ বাণিজ্য নয় —— এস,এম আতাউল হক দোলন এমপি
হাফিজুর রহমান:হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে খারাপ আচরণ, প্রতারণা ও চিকিৎসার নামে যেন অপচিকিৎসা অর্থ বাণিজ্য না করা হয়। বেসরকারি হাসপাতাল ক্লিনিক, প্যাথলজি গুলোতে চিকিৎসার নামে নানান পরীক্ষা, নিরীক্ষার নামে রোগীদের নিকট থেকে অর্থ বাণিজ্য করে হয়রানি করার প্রবণতা আছে। সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার নার্স না থাকায় এখনো আমাদেরকে গ্রাম্য ডাক্তারদের উপরে ভরসা করতে হয়। তারাই আমাদের এই গ্রাম্য অঞ্চলের রোগীদের বাঁচিয়ে রেখেছে। আমি তাদের সেবার মান বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব। বেসরকারি হাসপাতাল ক্লিনিক গুলোর বর্জ্য ব্যবস্থাপনার জন্য শ্যামনগর- কালীগঞ্জের মধ্যস্থানে একটি সরকারি জায়গা নির্ধারণ করে বজ্য ফেলার ব্যবস্থা করে দেব। যাতে করে পরিবেশের দূষণের হাত থেকে ভারসাম্য রক্ষা করে। গতকাল শনিবার (৬ জুলাই) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাউখালী অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে হাসপাতালের পরিচালক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানসম্মত স্বাস্থ্য সেবা বাস্তবায়নের প্রচেষ্টার অষ্টম বছর পদার্পণ উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এস, এম আতাউল হক দোলন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ সংসদের সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন বলেন আমাদের ২ লক্ষ ৬৯ হাজার জনসংখ্যার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যা ডাক্তার না থাকায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। যে কারণে চিকিৎসা সেবার জন্য বেসরকারি হাসপাতালে গেলে সেখানে ব্যবসায়িক লাভের আশায় গলা কাটা ফি নিয়ে আমাদের সাধারণ খেটে খাওয়া গরিব অসহায় মানুষদের অসুখ-বিসুখ হলে প্রথমেই তাদের কাছে আমাদের ছুটতে হয় এবং তারাই আমাদেরকে চিকিৎসা সেবা দেয়। এদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো ডাক্তার হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ শাহিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন আখি সাতক্ষীরা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান সাতক্ষীরা জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আখতারুজ্জামান বকুল প্রমুখ বেলা ১২ টায় প্রধান অতিথি সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ফিতা কেটে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বারের উদ্বোধন করেন।